৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪

 "৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪"এ ১৩ টি পুরস্কার নিয়ে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায় প্রথম । ( দাবা মধ্যম গ্রুপ বালিকা-১ম প্রনা সেন.বড় গ্রুপ বালিকা-১ম রাখি শিকদার৷ বালক মধ্যম -২য় রমিত গোস্বামী। সাতার বালক বড় জিত গোস্বামী -মুক্ত সাতার ও বুক সাতার দুটোতেই ১ম,বালক মধ্যম বুক সাতার হিমাদ্রী পাল ২য়।বালিকা মধ্যম মুক্ত, বুক ও প্রজাপ্রতি সাতারে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে পায়েল গোলদার ও স্মৃতি রায়। ) বিজয়ীরা সকলের আশীর্বাদ প্রার্থী।






0/Post a Comment/Comments